ঢাকায় গণসমাবেশের মঞ্চ উঠে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি জানান, এরইমাঝে বিএনপির সাত সংসদ সদস্য নিজেদের পদত্যাগপত্র ইমেইল করে দিয়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’
স্পিকার বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’
এদিকে বিএনপির দলীয় সূত্র থেকে জানা যায়, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি সংসদ থেকে বিএনপির সংসদ-সদস্যদের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে বিএনপি। এ নিয়ে দলের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করেছেন। স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে।
দলের সিগন্যাল পেয়ে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পরপরই তারা আজ পদত্যাগের ঘোষণা দিলেন
এর আগে, শনিবারের সমাবেশে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। এ কারনেই যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসেনি, সেই সরকারের অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র আমরা ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেবো। যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না, সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।