আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে রেললাইনের উপর গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
প্রথমে গুলিবিদ্ধ অবস্থায় মামুন হোসাইনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর এলাকার স্থানীয় বাসিন্দা ও নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রভাবশালী নেতা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান,ইট, বালু, সিমেন্ট লোড-আনলোড করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাসায় চলে যান মামুন হোসাইন। ভোর পৌনে ৫টায় দোকানের সামনে এসে দাঁড়ান, ওই সময়ে অনেকগুলো গুলির শব্দ শোনা যায়। পরে দৌড়ে গিয়ে দেখি, মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। ওই সময় আনুমানিক ২৬-২৮ বছরের দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, রেললাইনের উপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন হোসাইন। তিনি ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়।