36 C
Dhaka
Friday, September 20, 2024

বিএনপি নেতা গয়েশ্বরের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:

৩০ মাসের বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রায়েরবাজারের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিল খেলাপিদের বিরুদ্ধে অভিযান চলাকালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা জানান, ৩০ মাস ধরে প্রায়  এক লাখ ৭০ হাজার টাকা বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, রায়েরবাজারের শেরে বাংলা রোডের গয়েশ্বর রায়ের বাসায় সাতটি ডাবল বার্নার চুলা রয়েছে।

বিএনপি নেতা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে বিল পরিশোধ করেন। এরপর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাসের বিল পরিশোধ করেননি তিনি।

তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৭৮ টাকা।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা বলেন, জরিমানাসহ বকেয়া টাকা পরিশোধ করলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।

তিতাস সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগ এবং বিল খেলাপিদের সংযোগ বিচ্ছিন্ন করতে কোম্পানিটি তাদের ৩০টি টিমের মাধ্যমে রাজধানীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।

ইতোমধ্যে মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...