বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সিলেটের পর এবার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক সমিতি। চার দফা দাবিতে এই দুই জেলায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
তবে বিএনপির সম্মেলনের সঙ্গে এ ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক জানান, বৃহস্পতিবার সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পরিবহণ মালিক-শ্রমিক নেতাদের এক সভা শেষে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
পরিবহণ মালিক সমিতি ও সড়ক পরিবহণ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, চার দফা দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকজি সেতু থেকে অবৈধ টোল আদায় বন্ধ, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, বিআরটিসির বাস চলাচল বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার।
ধর্মঘট সফল করার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক। তিনি জানান, ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। মালিক ও শ্রমিকদের স্বার্থে এ ধর্মঘটের আহবান করা হয়েছে।
এদিকে ধর্মঘট প্রেক্ষিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে দুদিনের পরিবহণ ধর্মঘট পরিকল্পিত। সুনামগঞ্জ থেকে সাধারণ মানুষ যাতে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশে অংশ নিতে না পারে সেজন্য ফ্যাসিস্ট সরকারের গায়েবি নির্দেশে এ পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-সিলেট রোডে পরিবহণ ধর্মঘট ডাকের অন্য কোনো কারণ নাই, যেগুলো বলা হচ্ছে এসব অজুহাত ছাড়া কিছু নয়।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে উদ্দেশ্যে ধর্মঘট ডাকা হয়েছে তা বুমেরাং হবে। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে সুনামগঞ্জ থেকে লাখো জনতা সিলেটের মহাসমাবেশে যোগদান করবে, ইনশাআল্লাহ।
এর আগে সিলেটে আগামী শনিবার বিএনপির গণসমাবেশকে সামনে রেখে পরিবহণ ধর্মঘট আহবান করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধসহ কয়েকটি দাবিতে সিলেটের বাস মালিক সমিতি শনিবার ধর্মঘটের ডাক দেয়। এছাড়া মৌলভীবাজার পরিবহণ শ্রমিক সমিতি শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।