শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

১৮ জানুয়ারি, ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৪ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন-হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মকলেছ (২৮) এবং একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫)।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ এবং হরিপুর কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক।

ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, ‘সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ‘ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে। তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশির নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে থাকা লাশটি বিএসএফ দ্রুত ফেরত দেবে।’

spot_img

সর্বশেষ

আরও সংবাদ