মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ

-বিজ্ঞাপণ-spot_img

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. হাসান (২৩)। তিনি উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তাঁর পরিবারে স্ত্রী ও চার মাস বয়সী ছেলে আছে।

স্থানীয় সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার গণমাধ্যমকে বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনায় বিএসএফকে বিষয়টি জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হবে।

পুলিশ ও বিজিবির ভাষ্য, আজ সকালে কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় শূন্যরেখায় যান মো. হাসানসহ কয়েকজন। এ সময় ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে এক বিএসএফ সদস্য এসে গুলি করেন। এতে হাসান গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় মো. ইয়াছিন ও ইমন মিয়াসহ স্থানীয় কয়েকজন গুলিবিদ্ধ হাসানকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কসবা থানা-পুলিশ লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোছা. রাবেয়া আক্তার বলেন, হাসানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁর পিঠে গুলির চিহ্ন আছে।

কাইমপুর গ্রামের বাসিন্দা ও নিহত হাসানের সহপাঠী মো. ইয়াছিন মিয়া বলেন, হাসানসহ তাঁরা কয়েকজন বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের শূন্যরেখায় গিয়েছিলেন। সেখানে হাসান দাঁড়ানো ছিলেন। এ সময় ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে এক বিএসএফ সদস্য গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মারা যান।

নিহত হাসানের বাবা জারু মিয়া বলেন, তাঁর পাঁচ ছেলের মধ্যে সবার ছোট হাসান। আজ সকালে বন্ধুদের সঙ্গে ভারত সীমান্তে গিয়ে বিএসএফের গুলিতে তাঁর ছেলে মারা গেছেন। কিন্তু কী অপরাধে তাঁর ছেলেকে গুলি করে মারা হলো, তিনি তা জানেন না।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন...

স্ত্রী-তিন কন্যাসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টি, তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান...

কুষ্টিয়ায় কবর থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থান থেকে চোরের দল কঙ্কাল দুটি চুরি করে...

আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলছেন, আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয়...

সম্পর্কিত নিউজ

সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকারে থাকার চেয়ে এখন...

স্ত্রী-তিন কন্যাসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা...

কুষ্টিয়ায় কবর থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চাপড়া...
Enable Notifications OK No thanks