রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ণ

জামায়েত ইসলামীকে সোমবার (৫ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আগামীকাল অফিস খোলা থাকায় বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

রোববার (৪ জুন) ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সোমবার অফিস-আদালত খোলা। মানুষ অফিসে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে। এসব বিষয় বিবেচনা করে কর্মদিবসে নাগরিকদের যেকোনো ধরনের দুর্ভোগ এড়াতে, জনস্বার্থে তাদের (জামায়াতকে) রাজনৈতিক সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারুন অর রশীদ বলেন, তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি।

তিনি বলেন, পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত গত ২৮ মে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুনের এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ