জাতীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বিদ্যামান জাতীয় সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
বুধবার (৫ জুলাই) বিকেলে দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন সমূহের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনিভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে আরও একবার সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রিন্সিপাল মাদানী বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা করছে। মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হলে দেশপ্রেমিক জনতা নিরবে বসে থাকবে না।
ইসলামী আন্দোলনের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানান তিনি। শিগগির দলের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।
এসময় উপস্থিতি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।