বিনামূল্যের সরকারি বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তার নাম রুহুল আমিন৷ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সরকারি বই বিতরণকালে এমন পরিস্থিতির কথা জানা যায়।
কিশোরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুলের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি বই বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বই বিতরণকালে ২০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
অভিযুক্ত এক স্কুল শিশুকানন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বই বিতরণে দায়িত্বপ্রাপ্তরা ১০০০ টাকা চেয়েছে। না দেওয়ায় এখনো পর্যন্ত বই দেয়নি।
এক শিক্ষক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আমার কাছেও সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন ১০০০ টাকা নিয়েছেন।
শ্রমকল্যাণ ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক রিগান হোসেন, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবু তালেবসহ আরও অনেক শিক্ষক ২০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা আক্তার বলেন, বই বিতরণে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ টাকা নিয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী বলেন, সরকারি বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।