বিয়ে করেছেন আলোচিত এবং ক্ষেত্রবিশেষে সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার দুপুরে ফেসবুকে এক পোস্টে জানান গত ৩০ এপ্রিল নতুন জীবনে পা দেন। বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করে সালমান ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির।
বিয়ের সত্যতা নিয়ে তাই মুখ খুললেন সালমান মুক্তাদির। এদিন বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
সালমান মুক্তাদির লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।
তিনি লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।