পুরো বিশ্বমানবতা যেন আজ ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের সচেতন সমাজ। বাংলাদেশের ফুটবলাররাও যেন তার ব্যতিক্রম না। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর ফিলিস্তিনের প্রতি সহমমির্তা জানিয়েছে রাকিব-বিশ্বনাথরা। আজ মালদ্বীপকে হারানোর পর কিংস অ্যারেনা প্রদিক্ষণ করেছে পুরো দল। সেই সময় বাংলাদেশের পতাকার সঙ্গে ফিলিস্তিনের পতাকাও ছিল।
বাংলাদেশের অন্য ফুটবলারদের চেয়ে বিশ্বনাথ ঘোষের আবেগ বেশিই ছিল। পুরো ম্যাচের নিজের সামর্থ্যের সবটা নিংড়ে দিয়েছিলেন। ম্যাচশেষেও ছিলেন আবেগী। তিনিই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দলের সঙ্গে পুরো মাঠ প্রদক্ষিণ করেছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাকিব হোসেন ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। কিন্তু বিশ্বনাথও বলেছে, গোল করতে পারলে, জিততে পারলে ওদের আমরা সমর্থন দিবো। তাই পতাকা নিয়ে উদযাপন করেছি।’
রাকিব হোসেন ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন। সেই গোল উদযাপনে ছিল বিশেষত্ব। এক পা মাটিতে গেড়ে এক হাত বুকে রেখে ও এক হাত তুলে বাংলাদেশ দল বিশেষ অর্থ বহন করেছে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিলিস্তিনের পতাকায় লেখা ছিল ইংরেজীতে, ‘সেভ প্যালেস্টাইন’।
বিশ্বনাথের পাশাপাশি আরো কয়েকজন খেলোয়াড় এই পতাকা বহন করেছেন। তবে খুব বেশি সময় বহন করতে পারেনি। ম্যাচ কমিশনার ও আয়োজকরা এই পতাকা সরিয়ে নিয়েছে। কারণ খেলার মাঠে রাজনৈতিক বিষয় টেনে আনলে নানা শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার।