সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিশ্বাসের রাজনীতি বাইরে করুন, বিশ্ববিদ্যালয়ে নয়: শিক্ষা উপদেষ্টা

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমরা রাজনৈতিক বিশ্বাস রাখতে পারি, তবে সেই বিশ্বাস থাকবে ব্যক্তিগত জায়গায়। কেউ যদি রাজনীতি করতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতির ময়দানে যান। কারণ রাজনীতিতেও যোগ্য লোকের দরকার আছে, সম্মানও আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাজনীতি আনা যাবে না।

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক সময় ভোটের নামে নিয়োগ হতো। আমরা সেই বাস্তবতা পার করে এসেছি। এখন আমাদের নতুনভাবে ঢেলে সাজাতে হবে। শিক্ষকদেরই নিশ্চিত করতে হবে নিয়মিত ক্লাস ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে — যাতায়াত, আবাসন কিংবা ল্যাব সংকট, এসব সমস্যা উপেক্ষা করার সুযোগ নেই।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলে এর আগে আমার আসা হয়নি। এই আয়োজনে না এলে হয়তো এই অভিজ্ঞতাটুকুও হতো না। অনেক বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানালেও যাইনি। তবে এখানে রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্সের কথা শুনেই আকৃষ্ট হই। তখনই বুঝি— এটি শুধু ইচ্ছার জায়গা নয়, দায়িত্বের জায়গা।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি। কোনোদিন ক্লাসে ফাঁকি দিইনি, পরীক্ষার খাতা সময়মতো জমা দিয়েছি। বিদেশে ছুটি নিয়েও ক্লাস মিস করিনি। কারণ, আমি আদর্শ শিক্ষক হতে চেয়েছি।’

শিক্ষার পরিবেশ বিনষ্টের পেছনে রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে যুগের পর যুগ গণরুমে ছাত্ররা থেকেছে। বড় ভাইদের প্যারেডে রাতে ঘুম হয়নি, ক্লাসে এসে ঘুমিয়েছে। শিক্ষকেরা দেখেও কিছু করতে পারেননি। এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাদে যারা আছে, তারা চান বিশ্ববিদ্যালয় চলুক, ছাত্ররা শিখুক। আমি বিশ্বাস করি, সামনে যারা ক্ষমতায় আসবেন, তারা এই বাস্তবতা বিবেচনায় নেবেন।’

নোবিপ্রবি দিবস উপলক্ষে আয়োজন করা হয় রিসার্চ ফেয়ার, অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন অধ্যাপক আবরার। পরে তিনি অতিথিদের সঙ্গে বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন।

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

ভারতের পানিতে শার্শা সীমান্তে বন্যা পরিস্থিতির অবনতি: প্রস্তুত আশ্রয়কেন্দ্র

টানা হালকা ও ভারী বর্ষণ এবং ইছামতী নদী দিয়ে ভারতীয় উজানের পানিতে বন্যা প্লাবিত রয়েছে যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা। প্রতিদিন হু হু করে...

সম্পর্কিত নিউজ

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য...