33 C
Dhaka
Thursday, September 19, 2024

বিশ্ব ইজতেমা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে যুবক কারাগারে

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় আটক ওই যুবকের নামে। গাজীপুরের শ্রীপুরে এই ঘটনা ঘটে।

গতকাল শনিবার রাতে মামলাটি রেকর্ড করে পুলিশ। সেদিন রাতে বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান। পরে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম ফাইজুল ইসলাম (২৬)। তিনি বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের কাজীম উদ্দীনের ছেলে।‌ তার নামে মামলা করেন একই এলাকার মধ্যপাড়া গ্রামের হাসিবুল হাসান।

এজাহারে বলা হয়, অভিযুক্ত ফাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শুক্রবার সন্ধ্যায় একটি পোস্ট করেন। তাতে বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ (আপত্তিকর) মন্তব্য ছিল। যার মাধ্যমে ইসলামকে অপমান করা হয়েছে। ওই ব্যক্তির এ ধরনের কার্যক্রমে ইসলামের মধ্যে বিভ্রান্তিসহ ফেতনা সৃষ্টি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের কপিতে বাদী অভিযুক্তকারী ফাইজুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডির লিংক সংযুক্ত করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় ফাইজুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার কাছ থেকে তার মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...