শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস আজ

এফটিপি ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

জুনের আজ ৫ তারিখ, দিনটিকে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহ দিতে বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

এ বছরের দিবসটিতে বাংলাদেশের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতিনির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধমূলক উপায় নির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে সক্রিয়তা বাড়ানো।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশে ৫ জুন সরকারি ছুটি। এ কারণে আগামী ২৫ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক প্রদান করবেন।

পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ আদালত ও পরিবেশ সংরক্ষণ আইন যুগোপযোগী না হওয়ায় প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে।

বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র দুটি পরিবেশ আদালত। সেখানেও সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্ক, বারসিক, ক্যাপস, ওপেন সিসেমিক ফাউন্ডেশন এবং আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্কের সদস্যসচিব ব্যারিস্টার নিশাত মাহমুদ বলেন, ‘পরিবেশ আদালতে বিশেষজ্ঞ নিয়োগের বিধান থাকতে হবে এবং বিচারকদের পরিবেশসংক্রান্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে।’

তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের স্বার্থের দ্বন্দ্ব রোধে কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে। পাশাপাশি তদন্ত ও বিচার প্রক্রিয়া যেন বিঘ্নিত না হয়, সেই নিশ্চয়তা থাকতে হবে। পরিবেশ আদালত আইন বাস্তব প্রয়োগে বহু সীমাবদ্ধতা তৈরি করছে। এই আইন সংশোধন করে সময়োপযোগী ও কার্যকর করা জরুরি, যাতে মানুষ ন্যায্য আইনি প্রতিকার পায়।

বক্তারা পরিবেশ সংরক্ষণে করা সুপারিশগুলো হলো, পরিবেশ সংরক্ষণ আইনে প্রশাসনিক জরিমানা আদায়ের ক্ষমতা সংযুক্ত করতে হবে; পরিবেশ রক্ষায় বিশেষায়িত ফোর্স গঠন করতে হবে এবং পরিবেশ আদালত আইনে নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার দিতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস (ডব্লিউইডি) প্রতি বছর ৫ জুন রাজনৈতিক পদক্ষেপ ও জনসচেতনতার মাধ্যমে বিশ্বব্যাপী পালিত হয়।

২০২৫ সালের দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন’। এ প্রতিপাদ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। যার মূল লক্ষ্য প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি।

প্লাস্টিক দূষণ দিন দিন মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই এটি প্রতিরোধে বৈশ্বিকভাবে সম্মিলিত কল্যাণমূলক পদক্ষেপের প্রয়োজন।

জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুসারে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নেরও কাজ চলছে।

১৯৭২ সালের এই দিনেই ‘জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন’ শুরু হয়। সেবারই ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

প্রথমবার দিবসটি পালিত হয় ১৯৭৪ সালে। এরপর প্রতি বছর ভিন্ন ভিন্ন শহরে, ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইবিতে খেলা নিয়ে মারামারি: সংবাদ সংগ্রহে সাংবাদিককে মারধর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের একাংশের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের মারধর করে সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকদের কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও...

চাঁদাবাজি ও মব জাস্টিসের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ...

মিডফোর্ড হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে বীভৎসভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি ওয়ার্ড...

সোহাগ হত্যাকাণ্ড: টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পুলিশ।শনিবার (১২...

সম্পর্কিত নিউজ

ইবিতে খেলা নিয়ে মারামারি: সংবাদ সংগ্রহে সাংবাদিককে মারধর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের একাংশের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের মারধর করে সংবাদ...

চাঁদাবাজি ও মব জাস্টিসের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে...

মিডফোর্ড হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে বীভৎসভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমান রবিন নামে...