বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিষাক্ত মাছ ফুগু; তবু এই মাছের জন্য মরিয়া জাপান

-বিজ্ঞাপণ-spot_img

বিষাক্ত এক মাছ পাফার ফিশ। জাপানে এর নাম ফুগু। এর যকৃত, চোখ আর নাড়িভুড়িতে এমনই বিষ থাকে, যার কাছে পটাশিয়াম সায়ানাইডও হার মানবে।

বলা হয়, ফুগু মাছে থাকা টেট্রোডোটক্সিন পটাশিয়াম সায়ানাইডের তুলনায় ১ হাজার গুণ বেশি বিষাক্ত। কিন্তু এই বিষাক্ত মাছের স্বাদেই মজে গিয়েছে এশিয়ান দেশ জাপান।

এই মাছের এমনই স্বাদ, যার জন্য মৃত্যুর ঝুঁকিও নিতে রাজী জাপানের মানুষজন। শুধু নিজেরাই যে এর স্বাদে মুগ্ধ তাইই না।

পর্যটকদের কাছেও ফুগু মাছের রয়েছে আলাদা কদর। যার সুবাদে প্রতিবছর জাপানের রেস্টুরেন্টগুলো মোটা অঙ্কের আয় করে। 

তবে ফুগু যেহেতু বিষাক্ত, তাই এর জন্য বাড়তি সতর্কতাও মেনে চলে জাপান।  দেশটিতে এই মাছের জন্য আছে আলাদা শেফ আর বিশেষজ্ঞ। এমনকি এই মাছ নিয়ে সতর্কতা এতই বেশি, জাপানের বাজারে আস্ত ফুগু মাছ বিক্রি করাই নিষিদ্ধ।

পটকা মাছে থাকা টেট্রোডোটক্সিন, একটি অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন। শরীরে এর সামান্যতম উপস্থিতিও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

তবে দুর্ভাগ্যক্রমে টেট্রাডোটক্সিন বিষের কোনও নির্দিষ্ট প্রতিষেধক নেই। কোন কারণে এই বিষ পেটে গেলে respiratory muscle প্যারালাইসিস হয়ে মানুষ মৃত্যুবরণ করে।

আর ঠিক এই কারণেই জাপানের সম্রাটদের ফুগু মাছ খাওয়া নিষিদ্ধ। অবশ্য সাধারণ মানুষ চাইলে খুব সহজেই এই মাছের যেকোনো পদ খেতে পারেন। যদিও এর জন্য যেতে হবে বিশেষজ্ঞদের কাছে। 

কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত এসব ব্যক্তিই ফুগু কাঁটা কিংবা রান্না করার অনুমতি পেয়ে থাকেন। লাইসেন্স পাবার আগে এসব ব্যক্তিকে দিতে হয় কঠিন পরীক্ষা। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি এই পরীক্ষার তদারকি করে থাকে।

আর এসব কাজের জন্য কদরও থাকে প্রচুর। প্রতি বছর ৮০০ থেকে ৯০০ জন জাপানি ব্যক্তি এই পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। যেখান থেকে পাশ করা সম্ভব হয় কেবল অল্প কিছু ব্যক্তির।

পরীক্ষার শেষ ধাপে নিজের রান্না করা মাছ নিজেই খেয়ে দেখেন অংশগ্রহণকারীরা। আর এতসব কড়াকড়ির কারণে জাপানে ক্রমাগত বাড়ছে ফুগুর প্রতি বিশ্বাস এবং চাহিদা।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছর জাপানে ১০ হাজার টন ফুগু মাছ খাওয়া হয়। আর রেস্টুরেন্টেও এর বিক্রি চলে চড়া দামে।

স্বাদের দিক থেকে অনন্য এই মাছটি বেশ স্বাস্থ্যসম্মতও বটে। লো ফ্যাট আর হাই প্রোটিনের কারণে স্বাস্থ্য সচেতন জাপানিদের কাছে ফুগুর বেশ কদর রয়েছে। আর বিভিন্নভাবে রান্না করা সম্ভব বলে স্বাদের বেলাতেও আসে বৈচিত্র্যতা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া দেশটির একের পর এক...

ঝাড়ফুঁকের আড়ালে নৃশংসতা: ধর্ষণে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে জেলার কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে...

আশুগঞ্জে সীমানা গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময়ই অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যেই নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ আসনে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়েছে...

সম্পর্কিত নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও...

ঝাড়ফুঁকের আড়ালে নৃশংসতা: ধর্ষণে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...