- Advertisement -
আগামী বুধবার (২৪ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন সসপ্তাহিক ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি জানিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷
এর আগে গত মাসের সাত তারিখ বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়।
- Advertisement -