আল এমরান, ভোলা প্রতিনিধি: পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল(বৃহস্পতিবার) সকাল সন্ধা হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি।
বুধবার (৩ আগষ্ট) নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ভোলায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বধীন দলটি নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা। সেই বিক্ষোভ থেকেই আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন তিনি।
এর আগে গত রবিবার (৩১ জুলাই) সারাদেশে লাগামহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম ও একাধিক গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম।
গুরুতর আহত নুরে আলমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে গেলে গত তিন দিন লাইফ সাপোর্টে থাকাবস্থায় আজ বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, আজ সন্ধা ৬টার সময় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরে আলমের জানাযা শেষে আজ-ই তাকে ভোলার উদ্দ্যেশ্যে নিয়ে আসা হবে।