১৮ জানুয়ারি, ২০২৫

বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

১৮ জানুয়ারি, ২০২৫

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে গতকাল বৃহস্পতিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাষ্ট্রপ্রধান এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ