নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে এক যুবদলের নেতাসহ ৪ জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের গাড়ী ভাংচুর ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন সিংড়া থানার এএসআই হাসেম, কনস্টেবল কাউসার ও ইমাম।
এ ঘটনায় উদয় মিজান ও আদনান নামে সিংড়ার দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা ১০নং চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ সহ সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়ার সমন্বয়ক আদনানের নেতৃত্বে পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় রাতেই সেনাবাহিনীর সহায়তায় সিংড়া থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উদয় মিজান এবং আদনানকে আটক করে। ভবিষ্যতে কখনও এরকম কাজ করবে না মর্মে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চুরির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।