ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও দেশ ছেড়েছেন। তবে এবার শুধু ভ্রমণ নয়, তার এই সফর ঘিরে রয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরের দেশ যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময়ের জন্য পাড়ি জমিয়েছেন এই মেগাস্টার।
সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক পেজে বিমানে তোলা একটি ছবি প্রকাশ করে শাকিব খান লেখেন, “অ্যাডভেঞ্চার শুরু হোক”। ছবিতে দেখা যায়, অফ হোয়াইট টি-শার্ট, গলায় ঝোলানো সানগ্লাস আর মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে আছেন পরিচালক হিমেল আশরাফ।
শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী, ফলে প্রতি বছরই নির্ধারিত সময় সেখানে অবস্থান করতে হয় তাকে। তবে এবার তার এই সফর ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ঘনিষ্ঠ সূত্র বলছে, এই সফর মূলত একান্ত ব্যক্তিগত। শাকিব খান সেখানে থাকবেন প্রায় দেড় মাস, আগস্টের শেষ দিকে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
তবে ভক্তদের অনেকেই মনে করছেন, এটি নিছক ছুটি কাটানো নয়। তাদের ধারণা, এবার হলিউডে অভিনয়ের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান। এই ধারণাকে আরও জোরালো করেছে নির্মাতা আসিফ আকবরের আসন্ন ‘মাসুদ রানা’ প্রজেক্টে শাকিব খানের যুক্ত হওয়ার গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গেল কোরবানি ঈদে শাকিব খানের অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে আলোচনার সৃষ্টি হলেও দ্বিতীয় সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি।
দীর্ঘ সময়ের এই সফর থেকে ফেরার পর শাকিব খান নতুন কী চমক নিয়ে আসছেন—তা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে। তবে ‘অ্যাডভেঞ্চার শুরু হোক’ শিরোনামে তার সেই পোস্ট যেন আগাম বার্তাই দিচ্ছে নতুন কিছু আসছে।