গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এবার সেই পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। অভিযুক্ত আবদুল কুদ্দুস মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
জানা যায়, ভুক্তভোগী সবুজ সরকার উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে। তিনি হানু মার্কেট এলাকায় সরকার এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকান পরিচালনা করেন।
ভুক্তভোগী সবুজ জানান, গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হলে হানু মার্কেট এলাকা থেকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশ তাকে আটক করে হাতকড়া পরিয়ে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশের কাছে আটকের কারণ জিজ্ঞেস করলে পুলিশ জানায় তিনি আওয়ামী লীগ করেন। পরে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক কাজের ২ লাখ টাকা নিয়ে এক ঘণ্টা আটক রেখে তাকে ছেড়ে দেন।
এদিকে এরপরই সবুজ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে হাতকড়া পরা ছবিসহ একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ছবিতে দেখা যায়, পুলিশ ফাঁড়ির ভিতরে একটি পাইপের সঙ্গে হাতকড়া লাগিয়ে তাকে আটকে রাখা হয়েছে। পুলিশের এহেন কাজের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পরে পুলিশ ওই রাতেই ভুক্তভোগী পরিবারের কাছে সমস্ত টাকা ফিরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘অভিযুক্ত এসআই আবদুল কুদ্দুসকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়ে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে তাকে ক্লোজড করা হয়।’