রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী এবং যুবদলের কর্মী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত দুই আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন।
গ্রেপ্তার দুই আসামি রাজীব ও সজীব আপন ভাই। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন, রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), স্থানীয় পুলিশের সহায়তায়।
ঘটনাটি ঘটে গত ৯ জুলাই (বুধবার) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে। সেসময় প্রকাশ্যেই সোহাগের শরীর ও মাথায় কংক্রিট বোল্ডার দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ আলী হাওলাদার। পুরোনো তার ও ভাঙারির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও তিনি যুবদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে।