রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত সাড়ে ৮ টায় ক্যাম্পাসের ভেতর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা৷
বিক্ষোভকারীরা এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবিও তুলেন তারা।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে।