বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ব্যবসায়ী হত্যা মামলায় একই পরিবারের ১০ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

-বিজ্ঞাপণ-spot_img

ফজলুল হক বাবু, কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী নামে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন, আজিজুল হক এলাম, মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার, কালাম মুন্সি, আয়তুল হক মালাম। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন ও হায়দার আলী। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল, রাসেল ওরফে ছোটন ও তার ভাই সোহেল।

একই মামলায় আরও ৩ আসামি হলেন– আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয়, তার ভাই রিয়াদ ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা।

রায় ঘোষণা সময় আলফাতুল, আজিলুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কামাল, জহিরুল ইসলাম, কামাল ও আশিক আহমেদ হৃদয় আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৬ জন পলাতক ছিলেন।

নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই জেলার করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

মামলার এজহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে নিহত মুদি দোকানের ব্যবসায়ী সৈয়দ আলীর জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে গেলে কিরিচ, ছুড়া, লাঠিসোঁটা, রড ইত্যাদি নিয়ে আসামিদের হামলায় সৈয়দ আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।

ব্যবসায়ী সৈয়দ আলী অসুস্থ অবস্থায় ২৫ মার্চ তার বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করে। পরে সৈয়দ আলী মারা গেলে হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার তদন্ত কাজ শেষ একই বছরের ২১ সেপ্টেম্বর করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক শহর আলী ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করে আদালত। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে কী বলছে ভারত?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অস্থির ছিল পুরো গোপালগঞ্জ। বর্তমানে সেখানে চলছে...

কুবির প্রধান ফটকে বঙ্গবন্ধুর পোড়ামাটির ফলক ভাঙা, জানে না প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের দক্ষিণ পাশে নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ফলক সংবলিত পোড়ামাটির ফলক থেকে শেখ মুজিবুর রহমানের ফলকটি ভাঙা হচ্ছে। তবে...

উপজেলা আওয়ামী সভাপতির সম্পত্তি যখন ৫ কোটি টাকার বেশি!

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৭ জুলাই)...

ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধের

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খাজানগর এলাকায় ট্রেন দুর্ঘটনায় আকরাম দেওয়ান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১৭জুলাই (বৃহঃস্পতিবার) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার জগতি-পোড়াদহ রেললাইনের...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে কী বলছে ভারত?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও...

কুবির প্রধান ফটকে বঙ্গবন্ধুর পোড়ামাটির ফলক ভাঙা, জানে না প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের দক্ষিণ পাশে নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ফলক সংবলিত...

উপজেলা আওয়ামী সভাপতির সম্পত্তি যখন ৫ কোটি টাকার বেশি!

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের...