ফুটবলের বিশ্বে আলোচিত এবং অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF)।
সোমবার( ১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, ২৫ মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে আনচেলত্তি মাদ্রিদ ছাড়বেন এবং পরদিন ২৬ মে থেকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।
ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ডাগআউটে দাঁড়াবেন। এরপর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাও।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ বলেছেন, “কার্লো আনচেলত্তিকে দায়িত্বে আনা কেবল কৌশলগত পদক্ষেপ নয়, এটি বিশ্বকে দেওয়া একটি বার্তা। ব্রাজিল আবার শীর্ষে ফিরে যেতে চায়। আনচেলত্তি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও সম্মানিত কোচ। এখন তিনিই বিশ্বের সবচেয়ে গৌরবময় জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। আমরা বিশ্বাস করি, তার হাত ধরে ব্রাজিল ফুটবলের এক নতুন গৌরবের যুগে প্রবেশ করবে।”
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অসংখ্য সাফল্য পেয়েছেন কার্লো আনচেলত্তি, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে শিরোপা। এবার তিনি জাতীয় দলের কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।