ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামালসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ইব্রাহিমপুর এলাকা থেকে এই ভ্যানটি আটক করা হয়।
এ সময় কাভার্ড ভ্যান থেকে ৫৬১ পিস ভারতীয় শাড়ি, ৪ হাজার ৪৮৬ পিস কসমেটিকস, ৯ হাজার ৭৮৪ পিস চকলেট, ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট পাওয়া যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।
এছাড়া জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে আরও জানান তারা।