শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তাদের আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়।
আটক দুই জন হলেন– ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) এবং একই এলাকার সেলিনা বেগম (৪৫)।
এ ঘটনায় বিজিবির হাবিলদার জাকির হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশায় যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, এক হাজার ৭০০টি ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এসব পণ্যের বিপরীতে কোনও কাগজপত্র দেখাতে পারেননি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ বিষয়ে বিজিবির দেওয়া অভিযোগ নথিভুক্ত করার প্রক্রিয়াধীন।