ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমান মালিকবিহীন উন্নতমানের Polypropylene (HDPE) বা উন্নতমানের প্লাস্টিকের কাচামাল সামগ্রী আটক করা হয়েছে।
বুধবার(১০ সেপ্টেম্বর) ভোররাত ৪টায় সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালালে একটি পিকআপ ভ্যান থেকে উন্নতমানের Polypropylene (HDPE) – ২,৭৫০ কেজি ও উন্নতমানের Polypropylene (HDPE) আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কেটি ২০ লক্ষ টাকা।
আটককৃত উন্নতমানের Polypropylene (HDPE) আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ২৫বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া ও তিনি জানান এই কাচামালগুলো মূলত উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারত আমদানি করে থাকে।