ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৭ জুলাই) রাত ৯ টা ৪০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে, গতকাল (৬ জুলাই) রাতে ব্রেন স্ট্রোক করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আহসানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানের অকাল মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যে বইছে শোকের মাতম। তার সহপাঠী মারুফ আজীজ বলেন, গত সপ্তাহেও আমরা একসাথে ক্লাস করেছি। কিছুক্ষণ আগে শুনি সে মারা গেছে। তার এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না।
তার আরেক সহপাঠী সালমান শাহেদ বলেন, আহসান অন্যায়ের বিরুদ্ধে যেমন বলিষ্ঠ তেমনই অমায়িক ছিলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।