রাজধানীর সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’র প্রথম ভর্তি পরিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ চালু করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের ভেতরে ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সহায়তা কার্যক্রমে নিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তিতুমীর কলেজ কেন্দ্রে অনেকটাই উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভর্তি পরীক্ষা৷
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে, সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় দেখা যায়। সময় পরীক্ষার্থোদের সহায়তায় এগিয়ে আসে ক্যাম্পাসের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এরমধ্যে জেলা ছাত্রকল্যাণ পরিষদগুলো নিজস্ব বুথ বসিয়ে সেবা সহায়তা পরিচালনা করেছেন ৷ অভিভাবকদের বিশ্রাম এবং কেন্দ্র খুঁজতে সহায়তা করেছেন।
সহায়তা কার্যক্রম নিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী আবু হায়াত শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা জুনিয়রদের যেকোনো ধরনের সমস্যায় পড়লে তাদের যাতে সহায়তা করা যায় সে উদ্দেশ্যে আমরা কাজ করছি। সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে আলাদা এক আমেজ তৈরি হয়েছে। ঢাকার বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের থাকার দিকটি নিয়েও আমাদের কার্যক্রম রয়েছে।
হেল্প ডেক্সের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় দেখা গিয়েছে রাজনৈতিক সংগঠনগুলোকেও৷ এসব রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিপ্লবী ছাত্রমৈত্রী৷ সংগঠনগুলোর এসব ডেক্সে শিক্ষার্থীদের জন্য পানি, অভিভাবকদের জন্য বসার স্থান ও তথ্য সহায়তা পরিচালনা করতে দেখা যায়৷
পরীক্ষা ঘিরে ছাত্রদল ফ্রি বাইক সার্ভিস দিচ্ছেন। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্র ভুল করে তাকে দ্রুত কেন্দ্রে পৌঁছাতে সহায়তা দিতে দেখা গেছে।