ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে রিশভ পান্তের আবারও ছক্কা। রেকর্ড গড়ে নিজের নাম উজ্জ্বল করলেন মাত্র ২৭ বছর বয়সী এই ব্যাটার। তবে তাঁর ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামার গল্প ছাপিয়ে গেছে অন্য সবকিছুকে। আগের দিন ৩৭ রানে অবসরে (রিটায়ার্ড হার্ট) ফিরে যান। এরপর আজ ইনিংস শুরু করে আরো ১৭ রান যোগ করেন এই বাঁ হাতি ব্যাটার। ইনিংস শেষ করেন ৫৪ রানে।
এই ১৭ রানের মধ্যে জফরা আর্চারের বলটি উড়িয়ে পাওয়া একটি ছক্কা পান্তকে ভারতের টেস্ট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা সংগ্রাহকের আসনে বসিয়েছে। মাত্র ৮২ ইনিংস খেলেই তাঁর ছক্কার সংখ্যা দাঁড়াল ৯০, সমান ৯০ ছক্কা আছে বীরেন্দর শেবাগের। যদিও শেবাগ খেলেছেন ১৭৮ ইনিংস। তাই টেস্টে প্রথম ভারতীয় হিসেবে শত ছক্কার মাইলফলক স্পর্শ করা এখন সময়ের অপেক্ষা মাত্র।
ইংল্যান্ডের বিপক্ষে পান্তের ছক্কার সংখ্যা ৩৮টি যা কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার সঙ্গে ৩৯ ছক্কা করে শীর্ষে রয়েছেন বেন স্টোকস। বয়সে সাত বছর ছোট পান্তের (২৭) সামনে যেন স্টোকসের রেকর্ডও হাতছানি দিচ্ছে।
ব্যক্তিগত কীর্তি ছাপিয়ে দিনটির বড় স্বীকৃতি এসেছে সতীর্থ শার্দুল ঠাকুরের কাছ থেকে। ম্যাচ শেষে তিনি বলেন,
“ভাঙা পা নিয়ে ও যেভাবে ব্যাট করতে নামল সেটা দলের জন্য এক অনন্য উদাহরণ। গ্রায়েম স্মিথের ভাঙা হাত নিয়ে ক্রিজে নামার ঘটনা মনে পড়ে যায়। আজ পান্ত দেখিয়ে দিল, মানসিক দৃঢ়তাই সত্যিকার শক্তি।”
শার্দুল আরও জানান, পান্তের ধৈর্য আর ইতিবাচক মানসিকতা যেকোনো ব্যথাকে সামলে রাখে। ওর সহ্যক্ষমতা ভীষণ বেশি। যদি কখনো পান্ত ব্যথায় কুঁকড়ায়, তাহলে বুঝতে হবে চোটটা গুরুতরই।”
ইংল্যান্ডের মাটিতে পান্তের মোট রান এখন ১,০৩৫। প্রথম বিদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কোনো এক সফরে চার অঙ্ক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার তালিকায়ও আছেন দুই নম্বরে, রান ৮৭৯।
একদিকে রেকর্ডের ফুলঝুড়ি, অন্যদিকে ভাঙা পায়ে লড়াই। রিশভ পান্ত আবারও প্রমাণ করলেন ক্রিকেট শুধুই পরিসংখ্যানের খেলা নয়, মানসিক শক্তির জয়গানও বটে।