দীর্ঘ প্রক্রিয়া শেষে ম্যানচেস্টার থেকে সিলেট— অবশেষে দেশীয় ফুটবলার হিসেবে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। আগেও বাংলাদেশে এসেছিলেন, তবে এবারের আসাটা বিশেষ। বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে তিনি দেশে এসেছেন।
দেশে ফিরে অনেকটাই আবেগপ্রবণ হয়েছে এই তারকা ফুটবলার। দর্শক-সমর্থকদের ভালবাসা কতটা ছুঁয়ে গেছে তাকে গণমাধ্যমকে জানালেন সেই প্রতিক্রিয়া।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা বলেন, “দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।”
এরপর ভারত ম্যাচ নিয়ে তাকে করা হয়েছে প্রশ্ন। যেখানে হামজা উত্তরটা ইংরেজিতে না দিয়ে দিয়েছেন বাংলাতে। তাও তার সিলেটি ভাষায়,‘ইন শা আল্লাহ আমরা উইন করমু। আমরার বিগ ড্রেম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সঙ্গে মাতসি (কথা বলেছি)। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারমু।’
হামজাকে বরণ করা বাফুফে প্রতিনিধি দলের অন্যতম সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন,’বাইরের মতো ভেতরে থাকা সবাইও হামজাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। গাড়িতে হামজা ও তার পরিবারের লাগেজ উঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হবিগঞ্জের উদ্দেশে সপরিবারে রওনা হবেন হামজা।’