সন্ধ্যা ঠিক সাড়ে সাতটা, বাংলাদেশের ঘড়ির কাঁটা ধরে অপেক্ষায় ফুটবলপ্রেমিরা। কারণ দেশীয় ফুটবলের নতুন এক যুগের উন্মোচন হচ্ছে হামজা চৌধুরীর হাত ধরে। ভারতকে কতটা কাবু করতে পারবে বাংলাদেশ- হামজার স্পর্শে সেই অপেক্ষারও অবসান ঘটবে। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। দলের ভেতরের খবরকে সত্যি মানলে ধাক্কাটা বড়ই। চোটের কারণে ছিটকে গেছেন মিডফিল্ডার সৈয়দ কাজেম কিরমানি শাহ। দলের ভেতরের খবর ছিল, বাংলাদেশ দলে গত কিছুদিনের অনুশীলনে ৪-১-২-১-২ ছকে মাঝমাঠে ডায়মণ্ডের ‘চূড়ায়’ কাজেম শাহকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
কাজেম শাহ ভারতে গিয়েছিলেনই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে। সে কারণেই সম্ভবত কাবরেরা শেষ মুহূর্ত পর্যন্তও ২৩ জনের দল ঘোষণা না করে ২৪ ফুটবলারকে নিয়ে ভারতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে এসে কাজেমের ব্যথা আরও বেড়েছে বলে জানা গেছে। নিশ্চিত হয়ে গেল, আজকের ম্যাচে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।
সে ক্ষেত্রে শেষ মুহূর্তে বাংলাদেশ কোচ কাবরেরা একটা বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। ৪-১-২-১-২ ছকে দুই ফরোয়ার্ড রাকিব ও ফাহিমের খেলা অনেকটাই নিশ্চিত। পেছনে মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়ের সামনে হামজা চৌধুরী ও সোহেল রানাও (সিনিয়র সোহেল) নিশ্চিত। সে ক্ষেত্রে ফরোয়ার্ড আর মিডফিল্ডের মাঝে ডায়মন্ডের ‘টিপে’ কে থাকবেন, সেটি নিয়ে আবার নতুন করেই ভাবতে হচ্ছে কাবরেরাকে।