27 C
Dhaka
Tuesday, September 17, 2024

ভারতে সুন্দরবন নামে নতুন জেলা

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যেটিতে নতুন আরও সাত জেলা হবে বলে ঘোষণা দিয়েছেন। সোমবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন এমনটা জানানো হয়েছে। এর মধ্যে একটির নাম হবে সুন্দরবন।

নতুন ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ছয় মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০।

এখন পর্যন্ত ভারতের এই রাজ্যে যে ২৩ জেলা রয়েছে, এগুলোর মধ্যে আছে— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

সোমবার নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। তার ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।

দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা।

তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা।

চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।

পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা।

ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি।

সপ্তম বহরমপুর।  মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...