এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল। দেশের খাল-বিল, নদী-নালা, সমুদ্র বন্দর ও পুরো দেশটাকে উজার করে দিয়েছিল শেখ হাসিনা। ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার লক্ষ্যে ভারতের সমর্থন সবসময় পাওয়ার জন্য সে এই কালোশক্তির দ্বারায় পুরো দেশকে বিলিয়ে দিয়েছে।
দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ ও জাতির স্বার্থে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অস্থায়ী কর্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
রিজভী বলেন, ৯০-এর দশকে ডাকসু নির্বাচনে ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করে। কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা নির্বাচন বন্ধ করে রেখেছিল। আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়েছিলাম। আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদকে সমর্থন দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।