ভারতে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদিকা সুস্মিতা পান্ডে (২৫) এবং তার ভাই সত্যজিৎ পান্ডে (২৩) গ্রেফতার হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়েন।
ঢাকার নিউমার্কেট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুস্মিতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরে তাদের আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান, দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তাদের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, “সুস্মিতা ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাইয়ের নামে মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, তা যাচাই করা হচ্ছে।”
গ্রেপফতারদের মঙ্গলবার (১৪ জানুয়ারি) যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।