ভারতে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কূপে পড়ে নিহত হয়েছে ৩৫ জন। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় শ্রী বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল সকালে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে কয়েক শ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের ভেতরে একটি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। বহু পুরোনো কূপটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। মানুষের ওজনে স্ল্যাবটি ভেঙে পড়ে।
এ দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইন্দোরের কালেক্টর ইলায়রাজা টি জানান, জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তিনি বলেছেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের প্রতি পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটার একাউন্টে লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।’