ঝালকাঠির নলছিটিতে ভারতে মুসলিমদের গণহত্যা ও নিপীড়ন বন্ধ এবং বাংলাদেশে কোরআনবিরোধী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শহরের মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি হানযালা নোমানী, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাইনুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবু সালেহ, মাওলানা হারুনর রশীদ ও শাহাদাত আলম ফকির।
বক্তারা ভারতের মুসলিমদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি জানান। পাশাপাশি, বাংলাদেশে প্রস্তাবিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে কোরআনবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের জোর দাবি তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলবে।