ভারতের রাজস্থানের দেশটির বিমানবাহিনীর একটি ‘জাগুয়ার’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় যুদ্ধবিমানটির দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (০৯ জুলাই) দুপুর ১ টা ২৫ মিনিটে রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে একটি খোলা মাঠে একটি দ্বি-আসনবিশিষ্ট যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই বিমান বাহিনীর পাইলট নিহত হয়েছেন। বিমানটি রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ হয়ে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। বিমানের ধ্বংসাবশেষ মাঠের দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধ্বংসস্তূপ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেন তারা।
ভারতের বিমান বাহিনী জানিয়েছে, কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ভারতে চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা; এরআগে গত ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং দ্বিতীয়টি ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে বিধ্বস্ত হয়েছিল।
উল্লেখ্য, ফরাসি-ব্রিটিশ যৌথ নির্মিত ‘জাগুয়ার স্পেসক্যাট’ একটি দ্বি-ইঞ্জিন ফাইটার-বোমারু বিমান। ভারতের বিমান বাহিনী বছরের পর বছর ধরে এই মডেলের বিমান ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। দেশটির কাছে বর্তমানে আনুমানিক ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।