ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের প্রতিবাদে আসাম, পশ্চিমবঙ্গ ও কেরালায় তুমুল প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্টসহ (সিপিআইএম) বিভিন্ন রাজনৈতিক দল এই আইনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিএএ ব্যবহার করে আবার পশ্চিমবঙ্গ ভাগের খেলায় নেমেছে বিজেপি।
সিএএ আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু (হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মী) সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দিতে পারবে কেন্দ্রীয় সরকার।
গতকাল রাতেই সিএএ বাস্তবায়নের ঘোষণার পর আসামের গুয়াহাটিতে আইনের নির্দেশিকার অনুলিপি পোড়ানোসহ বিক্ষিপ্ত প্রতিবাদ হয়।
আজ আসাম পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বড় ধরনের সংঘর্ষ হয়েছে উত্তরপূর্ব আসামের শিবসাগর জেলায়।
শিবসাগর জেলা ছাত্র সংসদ (এসডিএসইউ) আয়োজিত সমাবেশ পুলিশ রুখতে গেলে সন্ধ্যায় ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু প্রতিনিধি আহত হয়েছেন। স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।