এখনো থামছে না বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্ক। নো বল হলো কি হয়নি, ফ্রি হিটে ভিরাটের রান নেয়া অযৌক্তিক কিনা এই নিয়ে চলছে বিতর্ক। সেই বিতর্কে নতুন আগুন দিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার মতে, ম্যাচে ভারত নিয়মের মারপ্যাঁচের সুবিধা পেয়েছে।
বাটলারের মতে ক্রিকেটের ফ্রি হিটের নিয়মের অস্পষ্টতা পরিষ্কার করা দরকার। বাটলার এই নিয়ম সংশোধনের পরামর্শ দিয়েছেন। তার মতে এখানে কিছু বিষয় স্পষ্ট নয়, সেগুলো স্পষ্ট করা উচিৎ বলে মত দিয়েছেন।
রবিবার মেলবোর্নে ভারতের বিপক্ষে পাকিস্তানে ম্যাচের শেষ ওভারে নওয়াজের ফ্রি হিট ডেলিভারিতে ক্লিন বোল্ড হন ভিরাট কোহলি। তারপরও সেই বল থেকে তিনটি বাই রান নেন ভারতীয় এই ব্যাটার।
বাটলার বলেন, ‘যখন সেই বলটি স্ট্যাম্পে লেগে সীমানার কাছাকাছি চলে যায়, ভারত সেই সুযোগ তিন রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাদের জন্য এটি আশীর্বাদ হলেও পাকিস্তানের জন্য স্পষ্টতই এটা ক্ষতিকর। ফ্রি হিটে বল ব্যাটে স্পর্শ করে রান নিলে সেটা মেনে নেওয়া যায়। যদি ব্যাটে-বলে সংযোগ না হয়, তবে একজন ব্যাটার রান নিতে পারবে কি না আমি জানি না। এসব বিষয় একটু স্পষ্ট ধারণা দিলে উপকার হতো। ’ তিনি যোগ করেন, ‘ক্রিকেটের অনেক আইন আছে, যা অনন্য। তবে এটা নিখুঁত থেকে অনেক দূরে। ’
এছাড়া নো বলে যদি কোনো ব্যাটার রান নিয়ে থাকেন এবং পরবর্তীতে সেই বল থার্ড আম্পায়ার দিয়ে রিভিউ করানো হয়, তাহলে ঐ বলটি ডেড বলে ঘোষণা করা হয়।
যার অর্থ ব্যাটারের নেওয়ার রানগুলো স্কোর বোর্ডে যোগ করা হবে না। এসব নিয়মের সংশোধন করাও জরুরী বলে মত দিয়েছেন তিনি।