দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেনীতে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার কয়েকটি এলাকায়। বিশেষত পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৬টি স্থানে বেড়িবাঁধে ভাঙনের ফলে ভাঙন কবলিত স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৩৯৯ মিলি মিটারের বেশি, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে।
তিনি আরও বলেন, এই বৃষ্টি শুধু ফেনী কুমিল্লায় নয়। পুরো দক্ষিণ বঙ্গের চট্টগ্রাম, বরিশাল খুলনা এবং ঢাকারও দক্ষিণদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আজও থাকবে থেমে থেমে বৃষ্টি হবে।
গতকালের তুলনায় আজ কম বৃষ্টি হলেও কুমিল্লা নোয়াখালিতে বেশি বৃষ্টি হয়েছে। যে লঘুচাপ সৃষ্টি হয়েছে আগামিকালের মধ্যে এই বৃষ্টির ধারা পশ্চিমের দিকে ধাবিত হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদ ড. মো. বজলুর রশিদ।