যশোরের বেনাপোলের তরুনী ইয়াসমিন আক্তার মাহীর (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) ভোর রাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মাহী সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ সক্রিয়। ফেসবুক ও টিকটকে তার ছিলো উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তার মৃত্যুর আগে আপলোড করা সর্বশেষ টিকটক ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ভিডিওতে দেখা যায়, ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ…যা থেকে ধারণা করা হচ্ছে, তার ভেতরে চলছিল তীব্র মানসিক অস্থিরতা ও হতাশা।
স্থানীয়রা জানান, রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সকালে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, মাহীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিলো। তবে সেই সম্পর্ক পরিবার মেনে নেয়নি। এমনকি এক সপ্তাহ আগে মাহীর অন্যত্র বিয়েও হয়ে যায় বলে একটি সূত্র জানিয়েছে। যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। মাহীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি এবং সরাসরি মন্তব্য দিতেও রাজি হননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।