ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ভালো কাজ করলে আপনাদের পাশে থাকবো। কিন্তু অপকর্মে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেশাদারত্বের সঙ্গে কাজ করে নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবার মান আরও বাড়াতে হবে।
রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গতকাল রবিবার (২০ নভেম্বর) অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, মামলা তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল সংরক্ষণ ও আলামত সংগ্রহ করতে হবে। পেশাদার অপরাধীরা যাতে বারবার অপরাধ করতে না পারে, সে জন্য নজরদারি বাড়াতে হবে। সেবাপ্রার্থী কিংবা কোনও নির্দোষ ব্যক্তি যাতে পুলিশি হয়রানির শিকার না হন, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এমন নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্বারোপ করতে হবে।