আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাস এলেই মনে পড়ে বাংলা ভাষার বীর সৈনিক সালাম, বরকত, জব্বার, রফিকদের স্মৃতি।পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য প্রাণ দেওয়া প্রথম জাতি হিসেবে বাঙালি এই শহিদদের আজীবন স্মরণ করে যাবে। একুশের প্রেরণাই বাঙালির পরবর্তী গণ-অভ্যুত্থানসহ নানা আন্দোলনের শক্তি যুগিয়েছে।
এই মাস একদিকে শোকের আরেকদিকে গৌরবের। একুশের সেই দিনটি এখন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় প্রজন্ম থেকে প্রজন্মে তুলে ধরে। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালের উদিত সূর্য নতুন এক একুশের প্রেরণা দেয়। যেখানে বিদায়ী বছরে সেই বায়ান্নর মতই তরুণ প্রজন্ম দেশকে এক স্বৈরাচার শাসন থেকে মুক্ত করেছে। নতুন এক ভবিষ্যৎ নির্মাণের পথ করে দিয়েছে। যেই তরুণদের প্রাণের বিনিময়ে চব্বিশে এক বিপ্লব গঠিত হয়েছে। ভাষার মাসে বাঙালি আবার তাদের স্মরণ করবে।
এদিকে ভাষার মাসের শুরুর দিনেই বইমেলার শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম এ বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।