এস এম কিবরিয়া,ব্রাহ্মণবাড়িয়া:
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মশাল মিছিল করেছে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয় এবং কর্মসূচি সমাপ্তি করে।
সমাবেশ বক্তারা বলেন, যেই জিএম কাদের ও জাপা ভারতের অনুসারী তাদের বিরুদ্ধে কথা বলায় ভিপি নুরের উপর এই ন্যাক্কারজনক হামলার কারন কি! অন্তর্বতী সরকারকে এর জবাব দিতে হবে, যদি ৪৮ঘন্টার ভিতরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
মশাল মিছিলে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মো. আব্দুল্লাহ, বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহআলম ভুইয়া, সদস্য সচিব মো. খান দেলোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আলআমিন খন্দকার, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জন্টু মিয়া, মো. সফিক খন্দকার, পাহাড়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাদ্দাম শিশিরসহ অন্যান্য নেতাকর্মীরা।