বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বিস্ফোরণের ঘটনায় ভুল তথ্য প্রকাশের জন্য দুঃখপ্রকাশ করেছে বিএনপি।
শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ওই ভবনে দুস্কৃতিকারীদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। তবে পরে জানা যায়, এই তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে সেখানে কোনো বোমা হামলা হয়নি। বিস্ফোরণের ঘটনাটি ঘটে এসির বিস্ফোরণের কারণে।
ভুল তথ্য প্রচারের বিষয়টি বুঝতে পেরে বিএনপি তাদের অবস্থান সংশোধন করে। দলটি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং ভুল তথ্যের জন্য ক্ষমা চায়।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনে এসির ত্রুটিজনিত কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা অনাকাঙ্ক্ষিত হতাহতের কারণ হয়েছে। তবে বিএনপির বিবৃতিতে প্রথমে ঘটনাকে বোমা হামলা হিসেবে উল্লেখ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিএনপির দুঃখপ্রকাশের পর দলটির নেতাকর্মীরা জানান, তারা ভবিষ্যতে আরও সতর্ক থেকে তথ্য যাচাই করে বিবৃতি দেওয়ার বিষয়ে গুরুত্ব দেবেন।