এদিন সন্ধ্যা ৬.২৩-এ উত্তর হন্ডুরাসে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬, যা গত ৪ বছরে ওই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল, তবে মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা কিছু সময় পর তা বাতিল করে দেয়। এমন পরিস্থিতিতে, হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। মেসি সেখানে খেলেছেন, নিজে গোল করেছেন এবং সতীর্থদের জন্য গোল করিয়েছেন।
ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর সুনামির সতর্কতা জারি করেছিল মার্কিন সংস্থাটি, তবে ম্যাচ বাতিলের কোনো পরিস্থিতি হয়নি। মেসির দল ইন্টার মায়ামির ম্যাচ ছিল রাত ৮ টায়, প্রায় ভূমিকম্পের সময়ে।
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে, চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে। এখানে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি, এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামির সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো।
যদিও ভূমিকম্পের কোনো অনুভূতি ছিল না, কিন্তু অলিম্পিয়া ক্লাব মায়ামির কাছে ৫-০ গোলের বিশাল পরাজয় বরণ করে। মেসি এবং সুয়ারেজ দুজনেই একটি করে গোল করেন এবং মেসি আরও দুটি গোলের সহায়তা দেন।
ম্যাচের প্রথম গোলটি আসে ২৭ মিনিটে। মেসি ডি বক্সে বল পেয়ে গোল করেন, যা সুয়ারেজের পাস থেকে আসে। ৪৪ মিনিটে এবং প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি গোল করেন, পরে সুয়ারেজ ব্যবধান বাড়ান ৫৮ মিনিটে। শেষ গোলটি করেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।
এই ম্যাচের মাধ্যমে মায়ামি তাদের যুক্তরাষ্ট্রের বাইরে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করল। ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম ম্যাচের আগে তাদের আরও কয়েকটি ম্যাচ হবে। ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে তাদের পরবর্তী প্রস্তুতি ম্যাচ এবং ১৮ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে প্রথম ম্যাচ হবে স্পোর্টিং কানসাস সিটির বিরুদ্ধে।