ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে বিধ্বস্ত তুরস্কের জনগণকে সহায়তার ঘোষণা দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। ভূমিকম্পের পরই এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, তুরস্কে ভূমিকম্পের কারণে শত শত মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবরে আমরা হতবাক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এই মুহূর্তে বন্ধুপ্রতীম তুর্কি জনগণের পাশে আছি। আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভূমিকম্প প্রাথমিক আঘাত হানে। প্রথম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টার মধ্যে অন্তত ৪২টি আফটারশক হয়েছে বলে জানিয়েছে তুরস্কের অভ্যন্তরীণ দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
তুরস্ক ও সিরিয়ায় হানা ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩০০ জনের প্রাণহানি ঘটেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে শত শত মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।