রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভৈরবের বালু ইজারাদারের অভিযোগে আশুগঞ্জ ইউএনওর বিরুদ্ধে মামলা

ফজলুল হক বাবু,কিশোরগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের শ্রমিককে মারধর, ড্রেজার ও বাল্কহেড আটক এবং প্রতিদিন এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন ভৈরবের বালু ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স নাগিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তানভীর আহমেদ।

 তিনি লিখিত বক্তব্যে জানান, রাজস্ব বিভাগের স্মারক অনুসারে বৈধভাবে ইজারা নিয়ে প্রশাসনের অনুমোদিত এলাকায় বালু উত্তোলন করছেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর ভোরে আশুগঞ্জ ইউএনও আকস্মিক অভিযান চালিয়ে বৈধ সীমানার মধ্য থেকে তার ৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করেন বলে তিনি জানান। 

এছাড়া বালুর নৌকায় থাকা দুই শ্রমিককে এক বছর করে সাজা দেন এবং আরও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।

তানভীর আহমেদ দাবি করেন, এ পর্যন্ত তার ১৪টি ড্রেজার ও একটি বাল্কহেড আটক রাখা হয়েছে। এর ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ইউএনও-কে হত্যার হুমকি বা অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন  তিনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিদিন আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে একটি প্রতিষ্ঠানের নামে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করছে। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বৈধ ইজারাদারদের হয়রানি করা হচ্ছে।

ইজারাদার তানভীর আহমেদ নাগিব জানান, ইউএনওর বিরুদ্ধে প্রতিদিন এক লাখ টাকা চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে তিনি কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আগামী রবিবার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আশুগঞ্জ ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, “ভৈরবের নির্ধারিত বালুমহল ছেড়ে আশুগঞ্জ সীমান্তে বালু উত্তোলন করা হচ্ছিল, যা বিদ্যুতের সঞ্চালন লাইনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এজন্যই অভিযান পরিচালনা করা হয়। ইজারাদারের লোকজন জোর করে ড্রেজার নিয়ে যায় এবং আমাকে হত্যার হুমকি দেয়। এজন্য সাতজনের নামে মামলা করা হয়েছে।”

অন্যদিকে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, আশুগঞ্জ প্রান্তে প্রতিদিন অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন হচ্ছে এবং এতে ইউএনওর সহযোগিতা রয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভৈরবের বৈধ ইজারাদারদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‎জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৭ ডিসেম্বর

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক...

উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে অব্যাহত আচরণবিধি লঙ্ঘন করে যাওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার প্যানেলের বিরুদ্ধে।...

রাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা, নেতৃত্বে আবির-নাফিউল-এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে...

সম্পর্কিত নিউজ

‎জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৭ ডিসেম্বর

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের...

উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে অব্যাহত আচরণবিধি লঙ্ঘন করে...